সমাজের বিত্তবানদের উচিৎ দুঃস্থ অসহায় মানুষের পাশে দাড়ানো- হাজী মোঃ হাসান উদ্দিন
বি এ রায়হান, গাজীপুর: বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ হাসান উদ্দিন বলেছেন করোনা মহমারিকালিন সময়ে সমাজের বিত্তবানদের উচিৎ আসহায় মানুষের পাশে দাড়ানো। সবাই সামর্থ্যানুযায়ী দুঃস্থ অসহায় মানুষের পাশে দাড়ালেই এই মহামারি মোকাবেলা করা সম্ভব হবে। মঙ্গলবার বিকেলে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে দুঃস্থ অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরন কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 'সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়ের তরে' কবির এই উক্তিকে সামনে রেখে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের নিন্ম আয়ের মানুষের পাশে থেকে কাজ করতে পারলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আবু সাইদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ শাহা আলম, যুবলীগ নেতা সোহাগ মির্জা, যুবলীগ নেতা মোঃ আব্দুল্লাহ, গাজী ইসমাইল হোসেন জনি, মোঃ মামুন, মোঃ স্বপন, মোঃ সিদ্দিক প্রমূখ।